ওয়েবসাইটে সমস্যা ? মেন্টেনেন্স দরকার ?
আমাদের রয়েছে দক্ষ ডেভেলপার টিম, যারা আপনার ওয়েবসাইট এর ত্রুটি সমাধান করতে সক্ষম, এছাড়াও আমরা মাসিক ভিত্তিক আপনার ওয়েবসাইটের রক্ষনাবেক্ষর জন্য প্রস্তুত, চলে আসুন আমাদের মেন্টেনেন্স সার্ভিসে ।

রেগুলার ওয়েবসাইট মেইনটেনেন্স কেন গুরুত্বপূর্ন?
সকল ধরনের ব্যবসায় গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে এবং গ্রাহকদের কাছে আপনার ব্যবসার রেপুটেশন ধরে রাখতে রেগুলার ওয়েবসাইট এর মেইনটেনেন্স অত্যন্ত জরুরী একটি বিষয়।জনগণের কাছে নতুন তথ্য, পণ্য এবং পরিষেবা সম্পর্কে উপস্থাপনা করতে Regular Website Maintenance এর কোন বিকল্প নেই। আর একটি ওয়েবসাইট তৈরির খরচ ও কিন্তু কম নয়, তাছাড়াও প্রতিযোগিতামূলক এই বিশ্বে আপনার ব্যবসায়িক প্রতিদন্ধীদের তুলনায় আপনার ব্যবসাকে যুগের সাথে মানানসই রাখতে অবশ্যই আপনার ব্যবসায়িক ওয়েবসাইটের নিয়মিত মেইনটেনেন্স আবশ্যক।
ওয়েবসাইটের সুরক্ষা
সুরক্ষাই হলো ওয়েবসাইটের মেইনটেনেন্স এর অনত্যম প্রধান কারন। যদি আপনার ওয়েব সাইটির কন্টেন্ট ম্যানেজমন্টে সিস্টেম হিসাবে আপনি ওয়ার্ডপ্রেস এর মত জনপ্রিয় প্লাটফর্মকে বেছে নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই চাইবেন আপনার ওয়েবসাইটটি সকল প্রকার software patches and security updates এর আওতায় থাকুক। যাতে করে হ্যাকাররা কোনাভাবেই আপনার ওয়েবসাইট হতে তথ্য চুরি করতে সর্মথ না হয়।

আমাদের মাসিক প্যকেজে যে সুবিধাগুলো পাবেন:
- আপনার ওয়েবসাইট ম্যালোয়ার এটাক থেকে সুরক্ষতিত থাকবে।
- নিয়মিত থিম প্লাগিন আপডেট করে সুরক্ষিত রাখি।
- আপনার ওয়েবসাইটের দৈনন্দিন ত্রুটি সমাধান করি।
- নিয়মিত স্পিড অপ্টিমাইজ করে থাকি।
- আপনার ওয়েবসাইটের নিয়মিত ব্যাকাপ সংরক্ষন করি।
- সময়ের সাথে তালমিলিয়ে আপনার ওয়েবসাইট এর নতুন ফিচার এর আপডেট দিয়ে থাকি।
- আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ওয়েবসাইট থাকবে নিরাপদ।